×

আন্তর্জাতিক

মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৩, ০১:৪৯ পিএম

মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী

ছবি: ভিডিও থেকে সংগৃহীত

   

অভিনব অভ্যর্থনায় নরেন্দ্রর মোদীর পা ছুঁয়ে প্রণাম করলেন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস ম্যারাপে। পাপুয়া নিউগিনিতে সাধারণত সূর্যাস্তের পরে কোনো দেশের সফরকারী নেতাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় না। তবে স্থানীয় সময় রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা গেছে। খবর এনডিটিভির।

মোদি রাত ১০টায় দেশটিতে পৌঁছানোর পরও তাঁকে সাদরে অভ্যর্থনা জানানো হয়েছে।

জাপানে জি-৭ সম্মেলনে যোগদান শেষে প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে রবিবার রাতে পাপুয়া নিউগিনিতে পৌঁছান মোদি।

পরে এক টুইটার পোস্টে তিনি বলেন, পাপুয়া নিউগিনিতে পৌঁছালাম। বিমানবন্দরে এসে অভ্যর্থনা জানানোয় প্রধানমন্ত্রী জেমস মারাপের কাছে আমি কৃতজ্ঞ। অত্যন্ত বিশেষ এক অভ্যর্থনা পেয়েছি, যা আমার সব সময় মনে থাকবে। আমার সফরকালীন মহান এ দেশের সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার করার চেষ্টা করব।

বিজেপি বিমানবন্দরের একটি ভিডিও টুইটারে পোস্ট করে লিখেছে, শ্রদ্ধা প্রদর্শন করে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করেছেন।

এর আগে মোদী এক টুইট বার্তায় বলেন, জাপানে একটি কার্যকর সফর ছিল। জি-৭ সম্মেলনের সময় বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কিশিহিদার প্রতি কৃতজ্ঞতা। কিছুক্ষণের মধ্যেই পাপুয়া নিউগিনির উদ্দেশে জাপান ছাড়বেন বলেও জানানা তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App