×

আন্তর্জাতিক

নিখোঁজ টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৩, ১০:৩৬ পিএম

নিখোঁজ টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার
   

আটলান্টিক মহাসাগরে নিখোঁজ ডুবোযান টাইটানের ধ্বংসাবশেষ পাওয়ার দাবি করেছে মার্কিন কোস্ট গার্ড।

আমেরিকান কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধারকারীরা কিছু ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। এইগুলো এখন খতিয়ে দেখছে তারা। খবর বিবিসি ও সিএনএনের।

ঘটনাস্থলে থাকা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা (ইউনিফাইড কমান্ড) রোবটযানের পাঠানো তথ্য মূল্যায়ন করে দেখছেন।

মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, যে এলাকায় নিখোঁজ সাবমেরিন টাইটানের খোঁজে অনুসন্ধান চলছে, সে এলাকায় সাবমেরিনটির ধ্বংসাবশেষ ক্ষেত্র (যে অঞ্চলজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকে) সন্ধান মিলেছে। তবে এখন পর্যন্ত ধ্বংসাবশেষটির কোনো ছবিপাওয়া যায়নি। চালকসহ যে ৫ আরোহী টাইটানে ছিলেন তাদের ভাগ্যে কী ঘটেছে, সেটাও জানা যায়নি।

সর্বশেষ উদ্ধার দলে যোগ দেয়া কানাডা ও ফ্রান্সের দূরনিয়ন্ত্রিত জলযান (আরওভি) এই ডেবরিস ফিল্ডের সন্ধান পেয়েছে।

সমন্বিত বিশেষজ্ঞ কমান্ড এখন ডেবরিস ফিল্ডের তথ্য মূল্যায়ন করছে।

আটলান্টিক মহাসাগরে নিখোঁজ সাবমেরিন টাইটানের সন্ধানে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দল। উদ্ধার দলে একের পর এক জাহাজ ও অত্যাধুনিক সরঞ্জাম যোগ হচ্ছে।

কানাডার কাছে আটলান্টিক মহাসাগরে পানির নিচে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ পর্যটকদের দেখাতে গত রোববার ডুব দয়ে ডুবোযান টাইটান। ডুব দেয়ার পৌনে দুই ঘণ্টার মাথায় টাইটানের সঙ্গে পানির ওপরে থাকা নিয়ন্ত্রক জাহাজ পোলার প্রিন্সের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ডুবোযানটিতে মোট পাঁচজন আরোহী আছেন। বৃহস্পতিবার সকালে টাইটানের ‍খোঁজে একটি রিমোটলি অপারেটেড ভেহিক্যাল বা আরওভি আটলান্টিকের তলদেশে পৌঁছায়। পানির তলদেশে চলাচলে সক্ষম ওই রোবটযানটি কানাডার জাহাজ হরিজন আর্কটিক থেকে পরিচালনা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App