পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট, নিহত ১২

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ০৪:০০ পিএম

ছবি: সংগৃহীত
পঞ্চায়েত নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ভারতের পশ্চিমবঙ্গের ছয়টি জেলায় সংঘর্ষের জেরে ব্যাপক প্রাণহানির অভিযোগ উঠেছে। শনিবার বেলা আড়াইটা পর্যন্ত আসা খবর অনুযায়ী ভোট চলাকালে ১২ জন নিহত হয়েছেন। যদিও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ জানিয়েছেন, ভোটের দিন রাজ্যে তিনজনের মৃত্যু হয়েছে।
পশ্চিমবঙ্গের গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এসময় অশান্তির দায়িত্ব তিনি রাজ্য পুলিশের দিকে ঠেলে দিয়েছেন। তিনি বলেন, রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাজ্য পুলিশের বিষয়। নির্বাচন কমিশনের কাজ ‘ব্যবস্থাপনা’। সেই কাজ আমরা (নিষ্ঠার সঙ্গে) করে গেছি। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে এসপি ও জেলা শাসককে জানিয়েছি। পুলিশ নিজের তাগিদে এসব ঘটনার তদন্ত করবে এবং জড়িতদের গ্রেপ্তার করবে। খবর এবিপি আনন্দ, আনন্দবাজার পত্রিকার।
শনিবার পশ্চিমবঙ্গের ছয়টি জেলায় নিহতের খবর এসেছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী শুধু মুর্শিদাবাদেই শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। নির্বাচন কমিশনার রাজীব বলেন, ‘এটা তো অপরাধ। অপরাধের বিরুদ্ধে পুলিশ মামলা করবে, তদন্ত করবে। আশা করি, পুলিশ তাড়াতাড়ি ব্যবস্থা করবে।’