আরও ২শ' রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৩:০৩ পিএম

অধিকৃত তোকমাক শহরে রাশিয়ান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের কর্মকর্তা জানিয়েছে, অন্তত ২০০ রুশ সেনা ও সেনানায়ক নিহত হয়েছে। সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে অধিকৃত দক্ষিণাঞ্চলীয় ইউক্রেনীয় শহর মেলিতপোলের মেয়র ইভান ফেদোরোভ বলেছেন, `তোকমাকে দখলদারদের অবস্থানে আমাদের প্রতিরক্ষা বাহিনী সফলভাবে লড়াই ও প্রতিরোধ গড়ে তুলেছে।'
তবে ইউক্রেনের এ কর্মকর্তার দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে সিএননের প্রতিবেদনে বলা হয়েছে। তবে ইভান দাবি করেছে, গোয়েন্দা রিপোর্টে রাশিয়ার এক ঘাঁটিতে হামলার কথা জানানো হয়েছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫০০-এর বেশি দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।