হাসপাতালে ইসরাইলের প্রধানমন্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ১০:৫৯ এএম

তীব্র গরমে পানিশূন্যতায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হঠাৎ হাসপাতালে ভর্তি হয়েছেন।
তীব্র দাবদাহে শনিবার তিনি অসুস্থ হয়ে পড়েন। এ কারণে সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।
সবচেয়ে বেশি সময় ইসরাইল শাসন করা নেতানিয়াহুর অবস্থা ভালো বলে তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র গরমে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন নেতানিয়াহু।
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ৭৩ বছর বয়সী প্রধানমন্ত্রীকে তার বাড়ির কাছেই একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল থেকে দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, তিনি গত শুক্রবার গ্যালিল সাগরে অবকাশযাপনে গিয়েছিলেন। সেখানে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ওই সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন।
এ সময় সবাইকে কড়া রোদে বেশি সময় না থাকার এবং বেশি বেশি পানি পান করার পরামর্শ দেন ইসরাইলি প্রধানমন্ত্রী।