ইউক্রেনের ক্লাস্টার বোমা হামলায় রুশ সাংবাদিক নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ১২:৩৯ পিএম

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের সম্মুখযুদ্ধ ক্ষেত্রের কাছে রাশিয়ার এক সাংবাদিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন সাংবাদিক।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেয়া ক্লাস্টার বোমা দিয়ে শনিবার এ হামলা চালায় ইউক্রেন।
নিহত সাংবাদিক রোস্তিস্লাভ ঝুরাভলেভ রাশিয়ার আরআইএ বার্তা সংস্থার যুদ্ধবিষয়ক প্রতিবেদক ছিলেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় রোস্তিস্লাভ সহ চার সাংবাদিক আহত হন। তাঁদের উদ্ধার করে আনার সময় রোস্তিস্লাভ মারা যান।
রাশিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, গুচ্ছবোমা ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনীর হামলায় চার সাংবাদিক আহত হন। তাঁদের একজন মারা গেছেন। বাকিদের জখম ‘মাঝারি পর্যায়ের গুরুতর’।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো।
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, এ হামলা নৈতিকতার চূড়ান্ত সীমা অতিক্রম করে গেছে।