×

আন্তর্জাতিক

নেতানিয়াহুর শরীরে পেসমেকার স্থাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০৮:৩০ পিএম

নেতানিয়াহুর শরীরে পেসমেকার স্থাপন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

   

হার্টের সমস্যা ধরা পড়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শরীরে পেসমেকার স্থাপন করা হয়েছে। রবিবার রাতে তার অস্ত্রোপচার করা হয়েছে। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেবা মেডিকেল সেন্টারে তার শরীরে পেসমেকার বসানো হয়। এ সময় নেতানিয়াহুকে ঘুম পাড়িয়ে রাখা হয়। এর আগে শনিবার অচেতন হয়ে যাওয়ায় ৭৩ বছর বয়সি এই রাজনীতিককে ওই হাসপাতালে নেওয়া হয়। যদিও অচেতন হওয়ার বিষয় ওই সময় স্বীকার করা হয়নি।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, প্রচণ্ড গরমের কারণে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এমনকি নেতানিয়াহু নিজেও জনগণকে গরমের মধ্যে বাইরে না যাওয়ার পরামর্শ দেন। খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করবেন বিচারমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইয়ারিভ লেভিন।

অস্ত্রোপচারের আগে ফেসবুক পেজে পোস্ট করা ৩৬ সেকেন্ডের এক ভিডিওতে নেতানিয়াহু বলেন, সপ্তাহ খানেক আগে বিশেষ যন্ত্রের সাহায্যে আমার হৃদ্যন্ত্র পরীক্ষা করা হয়। চিকিৎসকেরা পেসমেকার বসানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন।

ভিডিওতে তিনি আরও বলেন, খুবই ভালো বোধ করছেন তিনি, কিন্তু চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হচ্ছে তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App