×

আন্তর্জাতিক

ইসরাইলে বিক্ষোভের মধ্যেই বিতর্কিত আইন পাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৯:১৯ এএম

ইসরাইলে বিক্ষোভের মধ্যেই বিতর্কিত আইন পাস

ছবি: বিবিসি

   

ইহুদিবাদী দেশ ইসরাইলে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পরও সাধারণ মানুষের চরম আপত্তি সত্ত্বেও দেশটির বিচার বিভাগ সংস্কার আইন পাস করা হয়েছে।

বিতর্কিত এ আইন পাসের মাধ্যমে মূলত সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়েছে নেতানিয়াহু সরকার।খবর বিবিসির।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হার্টের অপারেশন শেষে সোমবার (২৪ জুলাই) হাসপাতাল থেকে সংসদে যান। সেখানে এ আইনটি নিয়ে বিরোধী দলের সঙ্গে শেষ মুহূর্তে আলোচনায় বসেন তিনি।

কিন্তু এতে কোনো সমাধান না পাওয়ায় বিচার বিভাগ সংস্কার আইন নিয়ে তিনি ভোটাভুটির আয়োজন করেন। এতে আইনটি ৬৪-০ ভোটে পাস হয়। তবে এতে বিরোধী দলগুলো ভোট দেয়নি। তারা এই ভোট বয়কট করেছেন।

আইনটি পাসের কারণে— সুপ্রিম কোর্ট আর সরকারের নেওয়া কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না। আগে সরকার কোনো বিতর্কিত সিদ্ধান্ত নিলে সেটি পরিবর্তন বা বাতিল করে দিতেন আদালত।

এছাড়া এ আইনে রয়েছে— এখন থেকে আদালতের বিচারক নিয়োগে সরকার ভূমিকা রাখবে।

এরমাধ্যমে মূলত সুপ্রিম কোর্টের ক্ষমতা অনেকটাই খর্ব করা হয়েছে।এখন সর্বোচ্চ আদালতের ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।

আর এ কারণে সাধারণ ইসরাইলিরা এর বিরোধীতা করেছিলেন।আইনটি প্রস্তাব করার পরই তারা রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন তারা। কিন্তু শেষ পর্যন্ত তাদের এ আন্দোলন বৃথা গেছে।

সরকার দাবি করছে, ক্ষমতার স্থিতিশীলতা আনতে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানো হয়েছে। কারণ গত এক দশকে সরকারের অনেক সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছে, এটি আদালতের ক্ষমতা খর্ব করবে না— উল্টো সাধারণ মানুষের রায়কে রক্ষা করবে।

তবে বিতর্কিত বিলটি পাস করায় বেশ ক্ষুব্ধ হয়েছেন ইসরাইলিরা। পাইলটসহ রিজার্ভ বাহিনীর অনেকে জানিয়েছেন, তারা সরকারের আহ্বানে আর সামরিক কর্মকাণ্ডে অংশ নেবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App