‘ন্যাটোতে যোগ দিলে অস্তিত্ব থাকবে না ইউক্রেনের’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৩, ০৯:৫৬ এএম

দুমার ডেপুটি স্পিকার পিয়োত্রো তলস্তয়। ছবি: তাসনিম নিউজ
রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার ডেপুটি স্পিকার পিয়োত্রো তলস্তয় বলেছেন, ন্যাটো যদি সামরিক জোটে যোগ দেয় তাহলে ইউক্রেন নামে কোনো দেশ থাকবে না।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তলস্তয়।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর সেপ্টেম্বর মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে ন্যাটোর সদস্য করার জন্য আবেদন করেন।
অথচ, ইউক্রেন যাতে ন্যাটোর সদস্য হতে না পারে তা ঠেকানোর লক্ষ্য নিয়ে রাশিয়া এই অভিযান শুরু করে।
চলতি মাসের প্রথম দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেন। সেসময় তিনি বলেছিলেন, ন্যাটো জোটের সদস্য হওয়ার অধিকার রাখে ইউক্রেন।
ন্যাটো জোটে ইউক্রেনের সদস্য পদ লাভের বিষয়ে তুরস্কের সমর্থন রয়েছে- এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তলস্তয় বলেন, এ নিয়ে রাশিয়ার মধ্যে কোনো ইতিবাচক মতামত নেই। তিনি সরাসরি বলেন, জেলেনস্কি ন্যাটো জোটে যোগ দিতে পারেন তবে তার সঙ্গে ইউক্রেন থাকবে না।
ইস্তাম্বুল সফরের পর জেলেনস্কি ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী আযভ ব্যাটালিয়নের ৫ কমান্ডারকে দেশে ফিরিয়ে নেন।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার এক চুক্তির আওতায় এসব কমান্ডারের ইউক্রেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তুরস্কে অবস্থান করার কথা ছিল।