ইউক্রেনের বিমান কোম্পানির ওপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৩:৩০ পিএম

ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ বিমান কোম্পানির ওপর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া।
কৃষ্ণ সাগরে একটি তেলবাহী জাহাজে ইউক্রেন সমুদ্রভিত্তিক ড্রোন দিয়ে হামলা চালানোর একদিন পর শনিবার রাশিয়া এই পাল্টা হামলা চালালো। খবর: আল-আরাবিয়ার।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ অন্য কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার সেনারা কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায়।
যে বিমান কোম্পানির ওপর হামলা চালানো হয়েছে তাদের কারখানা ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় খেমেলনস্কি এলাকায় অবস্থিত।
জেলেনস্কি বলেন, বিমান ও হেলিকপ্টারের ইঞ্জিন উৎপাদনকারী মোটর সিচ কোম্পানির ওপর হামলা হয়েছে। গত নভেম্বরে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই কোম্পানিকে তাদের অধীনে নিয়ে নেয়।
শুক্রবার ইউক্রেনের একটি সমুদ্রভিত্তিক ড্রোন রাশিয়ার তেলবাহী একটি জাহাজে হামলা চালায়। এর একদিন পর রাশিয়া পাল্টা হামলা চালালো। ওই জাহাজে করে রাশিয়ার সেনাদের জন্য জ্বালানি তেল নেয়া হচ্ছিল।
ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার তেলবাহী জাহাজটিকে উড়িয়ে দিয়েছে। তবে মস্কো বলছে, ড্রোন হামলায় জাহাজের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এমনকি জাহাজ থেকে সমুদ্রে তেলও ছড়িয়ে পড়েনি।