নাইজারে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর গোপন সফর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ০২:৩৫ পিএম

ভিক্টোরিয়া নুল্যান্ডস।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে গোপন সফর করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং ঝানু কূটনীতিক ভিক্টোরিয়া নুল্যান্ডস।
এ সফরে তিনি নাইজারের জান্তা সরকারকে বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য চাপ সৃষ্টি করেছেন। অন্যথায় দেশটিতে মার্কিন সামরিক হস্তক্ষেপ হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।খবর আল-জাজিরার।
নাইজারের রাজধানীর নিয়ামি ছাড়ার আগে ভিক্টোরিয়া নুল্যান্ডস সাংবাদিকদের জানান, জান্তা সরকারের সঙ্গে তার আলোচনা ছিল খুবই খোলামেলা এবং কঠিন।
তিনি জানান, জান্তা সরকারকে তিনি আমেরিকার পক্ষ থেকে কয়েকটি প্রস্তাব দিয়েছেন এবং এর মধ্য থেকে সুবিধাজনক অপশন বেছে নেয়ার কথা বলেছেন।
নুল্যান্ড বলেন, তিনি সামরিক নেতাদেরকে এই সংকট থেকে বের হয়ে আসার কথা বলেছেন এবং আমেরিকার সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক পুনঃ:স্থাপনের প্রস্তাব দিয়েছেন।
গত ২৬ জুলাই নাইজারে সামরিক অভ্যুত্থান ঘটে এবং এরইমধ্যে আমেরিকারসহ পশ্চিমা কয়েকটি দেশ নাইজারের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।
পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোওয়াস নাইজারের জান্তা সরকারকে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। এরইমধ্যে সেসময় সীমা পার হয়েছে এবং ইকোওয়াস দেশটিতে সামরিক হস্তক্ষেপ করবে বলে প্রস্তুতি নিচ্ছে।