×

আন্তর্জাতিক

পারমাণবিক সাবমেরিনে হাইপারসনিক মিসাইল বসাচ্ছে রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ১০:০১ এএম

পারমাণবিক সাবমেরিনে হাইপারসনিক মিসাইল বসাচ্ছে রাশিয়া

ছবি: রয়টার্স

   

রাশিয়া তাদের নতুন পারমাণবিক সাবমেরিনে হাইপারসনিক মিসাইলর সংযুক্ত করতে যাচ্ছে।রাশিয়ার সর্ববৃহৎ জাহাজনির্মাতা কোম্পানির প্রধান এ ঘোষণা দিয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।সোমবার তার ওই সাক্ষাৎকার প্রকাশ পায় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

সাক্ষাৎকারে ইউনাইটেড শিপবিল্ডিং কর্পোরেশন-ইউএসসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সি রাখমানভ বলেন, ইয়াসেন-এম প্রকল্পের বহুমুখী পারমাণবিক সাবমেরিনগুলি জিরকন ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় সজ্জিত করা হবে।এরই মধ্যে এই কাজ শুরু হয়ে গেছে।

ইয়াসেন-শ্রেণির সাবমেরিন, যেগুলো প্রোজেক্ট ৮৮৫এম নামেও পরিচিত, সেগুলো পারমাণবিক শক্তিধর ক্রুজ মিসাইল সাবমেরিন। সশস্ত্র বাহিনী এবং নৌবহরকে আরো আধুনিক করার প্রকল্পের অংশ হিসেবে সাবেক সোভিয়েত আমলের নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনের স্থানে এই ইয়াসেন-এম সাবমেরিন তৈরি করা হয়।

আর সমুদ্রভিত্তিক জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ৯০০ কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি শব্দের চেয়ে কয়েকগুণ বেশি গতিতে উড়ে চলতে পারে বিধায় আকাশ সুরক্ষা ব্যবস্থা দিয়ে এটিকে আটকানো খুবই কঠিন।

এ বছরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, নিজেদের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডারকে সমৃদ্ধ করার অংশ হিসেবে রাশিয়া জিরকন ক্ষেপণাস্ত্রের গণ সরবরাহ শুরু করবে।

রাশিয়ার বহুমুখী রণতরী অ্যাডমিরাল গোরশকভ এ বছরের শুরুতে আটলান্টিক মহাসাগরে জিরকন ক্ষেপণাস্ত্রের লক্ষ্যে আঘাত হানার সক্ষমতা পরীক্ষা করেছে।এরই মধ্যে রণতরীটিতে জিরকন ক্ষেপণাস্ত্র সংযুক্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App