যুক্তরাজ্যে ৩ রুশ গুপ্তচর গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ১১:১৮ এএম

ছবি: বিবিসি
যুক্তরাজ্যে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট এক গুরুত্বপূর্ণ তদন্তে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিনজনই বুলগেরিয়ার নাগরিক। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী গোয়েন্দাদারা তাদেরকে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের অধীনে গত ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার করে। তখন থেকেই তারা কারাগারে আছেন।খবর বিবিসির।
তারা রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিল বলে অভিযোগ আনা হয়েছে। ভুয়া নথিপত্র রাখারও অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
এর মধ্যে আছে যুক্তরাজ্য, বুলগেরিয়া, ফ্রান্স, ইতালি, স্পেন, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, গ্রিস এবং চেক রিপাবলিকের জন্য পাসপোর্ট, পরিচয়পত্র ও অন্য নথি।
গ্রেপ্তারকৃত তিনজন অনেক বছর ধরে যুক্তরাজ্যে বাস করে আসছে। তারা বিভিন্ন চাকরি করাসহ লন্ডন শহরতলির বিভিন্ন বাসায় থেকেছেন। জানুয়ারিতে লন্ডনের ওল্ড বেইলিতে তিনজনের বিচার হওয়ার কথা রয়েছে।