পাকিস্তানে গির্জায় হামলা, গ্রেপ্তার ১২৯ মুসলমান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০২:১৫ পিএম

পাকিস্তানে সংখ্যালঘু খ্রিস্টানদের গির্জা ও বাড়িতে হামলার ঘটনায় ১২৯ জন মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পুলিশ আরো দুই খ্রিস্টান ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে।
গেল বুধবার লাহোর থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ফয়সালাবাদ জেলার জারানওয়ালা শহরে খ্রিস্টানদের সম্পদ ও উপাসনালয়ে হামলা চালায় শত শত বিক্ষুব্ধ লোক।
হামলার একদিন পর বৃহস্পতিবার পাঞ্জাব পুলিশের ইন্সপেক্টর জেনারেল উসমান আনোয়ার বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।
আঞ্চলিক পুলিশ প্রধান রিজওয়ান খান জানিয়েছেন, সন্দেহভাজন দাঙ্গাবাজ হিসেবে ১২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় একজন যাজক খালিদ মুখতার এপিকে বলেন, এলাকায় বসবাসকারী বেশিরভাগ খ্রিস্টান নিরাপদ স্থানে পালিয়ে গেছে। এমনকি আমার বাড়িও পুড়িয়ে দেয়া হয়। তার ধারণা, জরানওয়ালার ১৭টি গির্জার অধিকাংশেই হামলা করা হয়েছে।
পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর দাবি করেছেন, কোরআন অবমাননার অভিযোগের প্রাথমিক তদন্তে জানা গেছে যে, ঘটনাটি 'জনসাধারণের অনুভূতিকে উস্কে দেয়ার জন্য একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি তার দাবির বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
এদিকে, বিভিন্ন দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই সহিংসতার নিন্দা জানিয়েছে।
সূত্র-এপি