ভয়াবহ দাবানল: হাওয়াই দ্বীপে এখনো নিখোঁজ ১১০০

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ০৬:০০ পিএম

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলের দুই সপ্তাহ পর এখনো নিখোঁজ রয়েছে অন্তত ১১০০ লোক।
মঙ্গলবার (২২ আগস্ট) বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এএফপির।
এফবিআই মৃতদের দেহাবশেষ শনাক্ত করতে পরিবারের সদস্যদের সহায়তা চাচ্ছে। যুক্তরাষ্ট্রে গত এক শতাব্দীতে হাওয়াই দ্বীপের এই দাবানল ছিল সবচেয়ে ভয়াবহ। এতে অন্তত ১১৫ জনের প্রাণহানি হয়েছে। মৃতের সর্বশেষ পরিসংখ্যান থেকে বিষয়টি জানা গেছে।
পর্যটক শহর লাহাইনায় ১২ হাজার লোকের বসবাস ছিল। মানচিত্র থেকে এখন এটি মুছে গেছে। পুলিশ, রেডক্রসহ বিভিন্ন সংস্থার কাছে থাকা তালিকার হাজার হাজার লোক এখনো নিখোঁজ রয়েছে। বিশেষ এজেন্ট স্টিভেন মেরিল মঙ্গলবার সাংবাদিকদের জানান, তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ করছে এফবিআই।
তিনি বলেন, আমরা সব তালিকা যাচাই বাছাই করছি যাতে সত্যিকারভাবে নিখোঁজদের শনাক্ত করতে পারি। মঙ্গলবার পর্যন্ত এফবিআইয়ের গণনায় ১১০০ লোকের নিখোঁজের কথা জানা গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে।