মরক্কোয় শক্তিশালী ভূমিকম্প, ৫০ জনের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৬ এএম

ভূমিকম্পের পরে লোকেরা রাস্তায় জড়ো হয়। ছবি: এপি
মরক্কোতে ৬ দশকি ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরাতন মারাখেস শহর।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় আটলাস পর্বতমালার ওকাইমেদেনের স্কাই রিসোর্টের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)।
শক্তিশালী এই ভূমিকম্পে রাবাদ থেকে শুরু করে উত্তরের সিদি ইফনিসহ পুরো দেশ কেঁপে ওঠে।
স্থানীয় সংবাদমাধ্যম গাউড.মার বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানায়, ভূমিকম্পে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। পুরাতন মারাখেস শহরে অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়েছে। এই শহরটিতেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছে।