×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আকস্মিক আটক ইসরাইলি রাষ্ট্রদূত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রে আকস্মিক আটক ইসরাইলি রাষ্ট্রদূত
   

সাধারণ অধিবেশন চলাকালীন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান নিরাপত্তা রক্ষীদের হাতে আটক হয়েছিলেন। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। সংবাদ মাধ্যমটির বরাতে আরো জানা যায়, অধিবেশনের এক পর্যায়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রায়িসি বক্তব্য শুরু করলে প্রতিবাদস্বরূপ ওই হল থেকে বেরিয়ে যান গিলাদ এরদান। এরপরই জাতিসংঘের নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করে। পরবর্তীতে কিছুক্ষণ পরেই তাকে আবার ছেড়ে দেয়া হয়।

জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদানকে আটক করেছিল সেখানকার নিরাপত্তা রক্ষীরা। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন এই ঘটনা ঘটে। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রায়িসি সাধারণ অধিবেশনে তার বক্তব্য শুরু করলে প্রতিবাদস্বরূপ ওই হল থেকে বেরিয়ে যান গিলাদ এরদান। কিন্তু এরপরই তাকে আটক করে জাতিসংঘের নিরাপত্তা রক্ষীরা। যদিও তাকে কিছুক্ষণ পরেই আবার ছেড়ে দেয়া হয়।

ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছিল তা এখনও জানা যায়নি। বিষয়টি জানতে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করেছিল ফক্স নিউজ। তবে সেখান থেকে কিছু জানতে পারেনি তারা। ইসরাইলি রাষ্ট্রদূত অবশ্য জানিয়েছেন, তাকে ‘অগ্রহণযোগ্য বর্বরতার’ সঙ্গে আটক করা হয়েছিল।

রায়িসির বক্তব্যের প্রতিবাদে হল থেকে বেরিয়ে আসার পূর্বে গিলাদ এরদান তার হাতে মাহসা আমিনির একটি ছবি তুলে ধরেছিলেন। গত বছর হিজাব না পরার অপরাধে আমিনিকে গ্রেপ্তার করেছিল ইরানের পুলিশ। পরবর্তীতে পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়।

অভিযোগ উঠে যে, পুলিশের নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে কয়েক মাস ধরে বিক্ষোভ চলেছিল। সেই আমিনির ছবি দেখিয়েই সাধারণ অধিবেশন ত্যাগ করেন ইসরাইলি রাষ্ট্রদূত। ওই ছবির নিচে লেখা ছিল, ইরানের নারীরা স্বাধীনতা ডিজার্ভ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App