পীত সাগরে ৫৫ চীনা নাবিকের মৃত্যু!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ০১:১৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত
পীত সাগর বা হলুদ সাগরে পারমাণবিক সাবমেরিন দুর্ঘটনায় চীনের ৫৫ নাবিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, পীত সাগরে গোয়েন্দা ফাঁদে সাবমেরিন আটকা পড়ে তাদের মৃত্যু হয়েছে।
যুক্তরাজ্যের এক গোয়েন্দা রিপোর্টে এমন দাবি করা হয়েছে। তবে এই দাবি নাকচ করে দিয়েছে চীন।
ডেলি মিররের প্রতিবেদন অনুযায়ী, সমুদ্রের গভীরে পাতা ‘চেন অ্যান্ড অ্যাঙ্কর’ ফাঁদে হঠাৎ আটকে পড়ে চীনের নৌবাহিনীর ডুবোজাহাজটি। তার পরেই যান্ত্রিক সমস্যা দেখা দেয় ডুবোজাহাজে।
দীর্ঘক্ষণ অক্সিজেনের অভাব থাকায় সাবমেরিনের ভেতরে থাকা ক্যাপ্টেন-সহ ৫৫ জন চিনা সেনার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে। যদিও, চীন প্রশাসনের তরফ থেকে এই ঘটনাটি পুরোপুরিভাবে অস্বীকার করা হয়।
ব্রিটেনের একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, গেল ২১ আগস্ট পীত সাগরে একটি ডুবোজাহাজ ‘চেন অ্যান্ড অ্যাঙ্কর’ ফাঁদে পড়ে। স্থানীয় সময় অনুযায়ী সকাল ৮টা ১২মিনিটে এই ঘটনাটি ঘটে।
ফাঁদে আটকে পড়ার কিছুক্ষণের মধ্যেই ডুবোজাহাজে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। অক্সিজেনের অভাবে ৫৫ জন চিনা সেনার মৃত্যু হয়। এই খবর জানাজানি হওয়ার পর চীনের তরফে ঘটনাটি অসত্য বলে দাবি করা হয়েছে।
[caption id="attachment_468177" align="aligncenter" width="700"]
ছবি: সংগৃহীত[/caption]
এদিকে, যুক্তরাজ্যের এই গোয়েন্দা প্রতিবেদন ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে বেইজিং। অন্যদিকে তাইওয়ানও প্রতিবেদনটির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে।
উল্লেখ্য, বিশ্বের চারটি সাগরকে ডাকা হয় এগুলোর পানির রঙের কারণে। সাগর চারটি হলো-কৃষ্ণ সাগর, লোহিত সাগর, শ্বেত সাগর ও পীত সাগর। যেমন- পীত সাগরের পানি হলুদ বর্ণের বলে এই সাগরের নামকরণ করা হয়েছে পীত সাগর বা হলুদ সাগর।
