ইসরাইলের যুদ্ধ ঘোষণা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ০৩:৪৫ পিএম

ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের ইসলামপন্থি রাজনৈতিক গোষ্ঠী হামাস ইসরায়েলে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের হামলা চালিয়েছে। এই হামলার জবাবে যুদ্ধ ঘোষণা দিয়েছের ইসরায়েলের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আজ সকালে হামাস ইসরায়েল রাষ্ট্র এবং নাগরিকদের বিরুদ্ধে একটি হত্যামূলক আশ্চর্যজনক আক্রমণ শুরু করেছে। আমরা যুদ্ধে আছি। কোনো অপারেশন নয়, হামাসের বিরুদ্ধে যুদ্ধ চলবে। যুদ্ধে আমরা জিতব।
শনিবার গাজা ভূখণ্ড থেকে আকস্মিক ঝাঁকে ঝাঁকে রকেট এসে বিভিন্ন স্থানে বিস্ফোরিত হতে শুরু করলে আশ্চর্য হয়ে পড়ে ইসরায়েলের বাসিন্দারা।
রকেট হামলার পাশাপাশি ফিলিস্তিনি বন্দুকধারীরা সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের বিভিন্ন এলাকায় প্রবেশ করে। জেরুজালেমসহ ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলজুড়ে বাসিন্দাদের সতর্ক করে সাইরেন বাজতে থাকে।
ইসরাইলি ক্ষেপণাস্ত্রের হামলায় শনিবার সকালে গাজা উপত্যকায় ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় বেশ কয়েকজন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে ২ ফিলিস্তিনি বুরেইজ শরণার্থী শিবিরে এবং অপর দুই ফিলিস্তিনি গাজা উপত্যকার উত্তরাঞ্চলে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় হামাসের বন্দুকধারীরা নজিরবিহীনভাবে গাজা থেকে ইসরায়েলে অনুপ্রবেশ করে। এটি ২০২১ সালের ১০ দিনের যুদ্ধের পর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে তৈরি হওয়া সবচেয়ে গুরুতর পরিস্থিতি।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের বন্দুক লড়াই হচ্ছে বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে।
আসছে দিনগুলো লড়াইয়ের মধ্যে কাটবে আশঙ্কায় গাজার লোকজন নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানগুলোতে ভিড় করেছে।
হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দিয়েফ হামাসের গণমাধ্যমে এই অভিযানের ঘোষণা দিয়ে সব ফিলিস্তিনিদের লড়াই করার ডাক দেন।
তিনি জানান, ইসরায়েল লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়া হয়েছে। পৃথিবীর শেষ দখলদারিত্ব অবসানে মহাযুদ্ধের দিন এটি।
ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েলের ইসদেরত শহরে বন্দুকধারীরা পথচারিদের ওপর গুলিবর্ষণ করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে শহরের রাস্তাগুলোতে সংঘর্ষের ঘটনা দেখা গেছে, পাশাপাশি বন্দুকধারীদের জিপ নিয়ে গ্রাম এলাকাগুলোতে ঘুরতে দেখা গেছে।