×

আন্তর্জাতিক

'ইসরায়েলি ছাড়া আটক সবাই গাজাবাসীর অতিথি'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৩:৫৩ পিএম

'ইসরায়েলি ছাড়া আটক সবাই গাজাবাসীর অতিথি'
   

ফিলিস্তিনের স্বাধীনতাকমী সংগঠন হামাসের এক নেতা বলেছেন, ইসরায়েলি ছাড়া গাজায় আটক রাখা সবাই আমাদের 'অতিথি'। তাদেরকে শিগগিরই ছেড়ে দেবো আমরা।

তবে, আটক করা ইসরায়েলিদের আমরা এমনিতেই ছাড়বো না, ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে তাদের ছাড়া হবে। খবর রয়টার্সের।

হামাসের শীর্ষ নেতা খাদেশ মিশাল সোমবার এ কথা বলেন।তিনি বলেন, ইসরায়েলের কারাগারগুলোতে আটক সব ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দিতে হবে।

এ সময় তিনি আরও বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের ধরে আনা লোকজনের মধ্যে ইসরায়েল ছাড়া অন্য দেশের নাগরিকরা আমাদের অতিথি হয়ে থাকবেন।তাদের 'সময় মতো' ছেড়ে দেয়া হবে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্টগুলোর হাতে ২০০ থেকে ২৫০ জন ইসরায়েলি বন্দি রয়েছে। এর মধ্যে শুধু আল-কাসসামের হাতে রয়েছে ২০০ বন্দি।

গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে বড় ধরনের অভিযান চালায় গাজাভিত্তিক প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন।

প্রতিরোধ যোদ্ধারা শত শত ইসরায়েলি সেনাকে হত্যা ও বহু ইসরায়েলিকে বন্দি করে গাজা উপত্যকায় ধরে নিয়ে আসেন। পরে তেলআবিব তাদের নিহত ব্যক্তিদের সর্বশেষ সংখ্যা ১,৪০০ বলে জানায়। ইসলামি জিহাদ আন্দোলনের নেতারা ৮ অক্টোবর জানিয়েছিলেন, তাদের হাতে অন্তত ৩০ ইসরায়েলি বন্দি রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App