ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে টরেন্টোতে ফিলিস্তিনিদের বিক্ষোভ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০১:০০ পিএম

ছবি: বিবিসি
গাজায় একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় ৮ শতাধিক ফিলিস্তিনি হতাহতের খবর ছড়িয়ে পড়লে কানাডার টরন্টোর ডাউনটাউনে শত শত ফিলিস্তিনি রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়েন।
এসময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।পরে সেখানে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে ক্ষমতাসীন লিবারেল পার্টির তিনজন এমপি দাবি করেছেন, গাজায় হামলা বন্ধের দাবি করায় তাদের হুমকি দেয়া হয়েছে। তারা নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
অন্যদিকে কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোতে ইসরায়েল ও ফিলিস্তিনি স্টুডেন্টদের পাল্টাপাল্টি সমাবেশ হয়েছে। উভয় পক্ষই সহিংসতা ও যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে।
উল্লেখ্য, বহু সংস্কৃতির দেশ কানাডায় ইসরায়েল ও ফিলিস্তিনিদের অনেকেই কানাডার নাগরিক।