যুদ্ধ বিরতি নিয়ে যা বললেন মালালা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ১১:০২ এএম

ছবি: সংগৃহীত
শুক্রবার (২৪ নভেম্বর) হামাস ও ইসরায়েলের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। সাময়িক যুদ্ধবিরতি প্রসঙ্গে শুক্রবার (২৪ নভেম্বর) শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই এর এক্স (সাবেক টুইটার) আইডিতে বলেন, যুদ্ধবিরতি স্থায়ী করতে হবে।
মামালা তার পোস্টে আরো বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমাবর্ষণ বন্ধ করে ‘পূর্ণ যুদ্ধবিরতি’র জারি করার আহ্বান জানান। মালালা বলে, আজ রাতে গাজার নারী ও শিশুদের জন্য স্বস্তি বোধ করছি। তবে এটা ভাবতেও খারাপ লাগছে যে- শিগগিরই আবারো ইসরায়েলি বোমাবর্ষণ শুরু হবে। তিনি সকলকে গাজার পক্ষে কথা বলতে, একটি পূর্ণ যুদ্ধবিরতি ও আরো মানবিক সহায়তার আহবান জানান। এই প্রয়োজনীয় দুর্ভোগের দ্রুতই অবসান হওয়া উচিত।
এদিকে, চুক্তির শর্ত অনুযায়ী, যুদ্ধে সাময়িক বিরতির সময় মোট ৫০ জন ইসরায়েলি জিম্মি এবং ১৫০ ফিলিস্তিনি বন্দিকে চারদিনের মধ্যে মুক্তি দেয়ার কথা। এরমধ্যে ২৪ জিম্মির বিনিময়ে ৩৯ ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছে দখলদার ইসরায়েল। কাতারের মধ্যস্ততায় চারদিনের যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনে দুই পক্ষ থেকেই এসব জিম্মি মুক্তি দেয়া হলো। দুই পক্ষের মুক্তিপ্রাপ্ত জিম্মিদের সবাই নারী ও শিশু।