রুশ সেনাবহিনীতে আরো ১ লাখ ৭০ হাজার সেনা নিয়োগ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ০১:৫২ পিএম

ছবি: তাস
রাশিয়ার সেনাবহিনীতে আরো ১ লাখ ৭০ হাজার সেনা নিয়োগ করা দেয়া হবে। ১ ডিসেম্বর মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সশস্ত্র বাহিনীতে সেনা সংখ্যা আরও ১ লাখ ৭০ হাজার বাড়ানোর আদেশ দিয়ে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন।
শুক্রবার ক্রেমলিনের ওয়েবসাইটে পোস্ট করা ওই ডিক্রিটি প্রেসিডেন্ট পুতিন স্বাক্ষরের পরপরই কার্যকর হয়েছে।খবর রাশিয়ার বার্তা সংস্থা তাসের।
এই ডিক্রির ফলে রাশিয়ার নিয়মিত সেনা সংখ্যা দাড়াবে ১৩ লাখ ২০ হাজার, রিজার্ভ সেনাসহ এ সংখ্যা দাঁড়াবে ২২ লাখ ৯ হাজার ১৩০ জনে।
এর আগে চলতি বছর ১ জানুয়ারি পুতিন স্বাক্ষরিত ডিক্রিতে রাশিয়ার নিয়মিত সেনা সংখ্যা ছিলো ১১ লাখ ৫০ হাজার ৬৩৮ জন এবং মোট সেনা সংখ্যা ছিল ২০ লাখ ৩৯ হাজার ৭৫৮ জন।