হরমুজ প্রণালীতে ইরান-ওমান যৌথ নৌ মহড়া

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ০২:৫৯ পিএম

হরমুজ প্রণালী ও ভারত মহাসাগরের উত্তর প্রান্তে ইরান ও ওমানের নৌ বাহিনী যৌথ মহড়া চালিয়েছে। বৃহস্পতিবার উদ্ধার ও ত্রাণ তৎপরতা বিষয়ক একদিনের এই মহড়া চালানো হয়।
এই মহড়ায় ইরানের নৌ বাহিনীর বিভিন্ন ইউনিট, বিমান বাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি, সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর নৌ শাখা এবং ওমানের রাজকীয় নৌ বাহিনী অংশ নেয়।
সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন এবং যুদ্ধ প্রস্তুতি বাড়ানোই এই যৌথ মহড়ার মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। খবর ইরনার।
মহড়ার সময় ইরানি ড্রোনগুলো ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে এবং হরমুজ প্রণালীতে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি শত্রুর জাহাজগুলোর অবস্থান চিহ্নিত করার কাজ করেছে।
ইরানি এবং ওমানি নৌ বাহিনীর যৌথ মহড়ার সময় উভয় পক্ষ যেকোনো পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নানা কৌশল বাস্তবায়নের অনুশীলন করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও ওমানের সামরিক বাহিনী একাধিক যৌথ নৌ মহড়া চালিয়েছে। পাকিস্তান ও রাশিয়াসহ অন্য দেশের সঙ্গেও এ ধরণের মহড়া চালিয়েছে ইরান।