×

আন্তর্জাতিক

গাজায় এক ব্রিটিশ-ইসরায়েলি সেনা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:১৭ এএম

গাজায় এক ব্রিটিশ-ইসরায়েলি সেনা নিহত

ছবি: বিবিসি

   

ইসরায়েল-হামাসের চলমান যুদ্ধে গাজায় এক ব্রিটিশ-ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বিনিয়ামিন নিদহাম (১৯) নামের ওই সেনা গাজায় দায়িত্ব পালনকালে প্রাণ হারান।

হামাসের হামলায় এ নিয়ে ইসরায়েল সেনাবাহিনীতে কাজ করা দ্বিতীয় কোনো ব্রিটিশ নাগরিকের প্রাণহানির ঘটনা ঘটলো। খবর বিবিসির।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে (আইডিএফ) দায়িত্ব পালনকালে গাজায় ব্রিটিশ-ইসরায়েলি ওই সেনা নিহত হন। নিহত সেনা নিদহাম আট বছর বয়সে ইংল্যান্ড থেকে পরিবারের সঙ্গে ইসরায়েলে আসেন।

নিহত নিদহামের বোন ইসরায়েলি সংবাদপত্র হারেৎজকে বলেছেন, তার ভাই সবসময় হাসিখুশি থাকতেন, মাত্র কয়েকদিন আগেই সে প্রশিক্ষণ শেষ করেছিল। দেশকে রক্ষায় কাজ করতে পেরে খুশি ছিলেন নিদহাম।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে নিদহামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তাকে মরণোত্তর সার্জেন্ট পদে উন্নীত করা হয়েছে। এর আগে গাজায় স্থল অভিযানে অংশ নেয়া আরও তিন ইসরায়েলি সেনার মৃত্যু হয়। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী এটি নিশ্চিত করে। নিহত ওই তিন সেনার মধ্যে বিনিয়ামিন নিদহামও রয়েছেন।

এনিয়ে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানের পর গাজায় ইসরায়েলি সেনাদের প্রাণহানির সংখ্যা ৭৫ এ পৌঁছেছে। গত ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের মোট ৪০১ সেনা নিহত হয়েছেন।

গত ২৮ অক্টোবর হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে ইসরায়েলের দখলদার সেনারা। এরপর থেকে ভূখণ্ডটিতে ইসরায়েলি সেনাদের প্রাণহানির সংখ্যা ৭৫ জনে পৌঁছেছে। আর গত ৭ অক্টোবর থেকে সোমবার পর্যন্ত সবমিলিয়ে ৪০১ সেনা নিহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App