নির্বাচনে অংশগ্রহণে অযোগ্যই থাকছেন ইমরান খান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৩ পিএম

ছবি: সংগৃহীত
তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের করা আপিল খারিজ করে দিয়েছেন পাকিস্তানের হাইকোর্ট। এরফলে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি দেশটিতে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে অযোগ্যই থাকছেন তিনি।
এদিকে সাইফার মামলায় জামিন পেয়েছেন ইমরান। তবে অন্যান্য মামলায় জামিন না পাওয়ায় কারামুক্ত হতে পারছেন না তিনি। এ পরিস্থিতিতে ইমরানের পরিবারের কোনো সদস্য নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন তাঁর বোন আলিমা খান। নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা শুক্রবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হওয়ার আগের দিন ইমরান খানের আপিল খারিজ করে দিলেন পাকিস্তানের হাইকোর্ট।
আপিল খারিজের বিষয়টি নিশ্চিত করেছেন ইমরানের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগের দোষী সাব্যস্ত হওয়া রায় স্থগিত করার আবেদন খারিজ করে দেয়া হয়েছে। এরফলে নির্বাচনে অংশগ্রহণের জন্য অযোগ্যই থাকবেন তিনি।
এর আগে বুধবার ইমরান খানের আরেক আইনজীবী আলি জাফর জানিয়েছিলেন, কারাগারে বসেই লাহোর, মিয়ানওয়ালি ও ইসলামাবাদ আসনে লড়াই করবেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাবেক চেয়ারম্যান।
এদিকে সাইফার মামলায় জামিন পেলেও অন্যান্য মামলায় জামিন না পাওয়ায় কারামুক্ত হতে পারছেন না তিনি। ইমরান খানের রাজনৈতিক সহযোগী সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকেও রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন মামলায় জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
শুক্রবার এ মামলায় জামিন পেলেও ইমরানকে মুক্তি দেয়া হয়নি। কারণ, অন্য কয়েকটি মামলায় ইমরানের বিরুদ্ধে বেশ কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে। ইমরান ও কোরেশি উভয়েই রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। আগস্টে পৃথক একটি মামলায় দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে কারাগারে আছেন সাবেক ক্রিকেট তারকা ইমরান।