দুইশতাধিক হামাস যোদ্ধাকে আটকের দাবি ইসরায়েলের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ এএম

দুইশতাধিক হামাস যোদ্ধাকে আটকের দাবি ইসরায়েলের
ইসরায়েল জানিয়েছে তারা গত সপ্তাহে হামাস এবং ইসলামিক জিহাদ গ্রুপের প্রায় ২০০ সদস্যকে আটক করেছে। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের ভূখণ্ডে নিয়ে গেছে ইসরায়েল।
এক বিবৃতিতে ইসলারায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, গ্রেফতার হওয়া হামাস সদস্যরা সন্দেহভাজন বেসামরিক জনগণের মধ্যে লুকিয়ে ছিলেন এবং পরে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। খবর বিবিসির।
ইসরায়েল বলছে, হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে ৭০০ ফিলিস্তিনিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে ইসরায়েল। এর আগে ইসরায়েল ঘনবসতিপূর্ণ এলাকায় প্রণহানীর জন্য হামাসকে দায়ী করে এসেছে।
হামাস বলছে, ইসরায়েলিদের হাতে নিহত হওয়া ফিলিস্তিনিদের বেশিরভাগই নারী ও শিশু।
৭ অক্টোবর হামাস যোদ্ধারা গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে প্রবেশের পর ইসরায়েল প্রতিশোধমূলক অভিযান শুরু করে। অভিযানে ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয় এবং ২৪০ জনকে জিম্মি করে গাজা ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ৫৩ হাজার।
এদিকে জাতিসংঘ এক বিবৃতিতে তাদের সাবেক কর্মকর্তা ইসাম আল-মুগরাবি (৫৬) ও তার পরিবারের সদস্যদেরকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে।
শনিবার গাজা হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাইডেন ফিলিস্তিনিদের মানবিক সহায়তা কার্যক্রম জোরদারের উপর গুরুত্বারোপ করেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলমান থাকবে।