ইন্দোনেশিয়ায় প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০১৮, ১১:১৫ এএম

ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে গত সপ্তাহে ভূমিকম্প-সুনামিতে জীবন ও সম্পদহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার (৩০ সেপ্টেম্বর) পৃথক শোক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক ভূমিকম্প ও সুনামিতে কয়েকশ’ লোকের প্রাণহানি ও সম্পদের ব্যাপক ক্ষয়-ক্ষতির কথা জেনে আমি গভীরভাবে মর্মাহত।
রাষ্ট্রপতি তাঁর শোকবার্তায় বলেন, আমরা সর্বশক্তিমানের কাছে শোক-সন্তপ্ত পরিবারগুলোর জন্য এ অপূরণীয় ক্ষয়-ক্ষতি কাটিয়ে ওঠার সাহস ও মনোবল প্রার্থনা করছি।
পৃথক শোক বার্তায় প্রধানমন্ত্রী এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সাহস ও ধৈর্য দান করার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী আজ বলেন, কয়েকশ লোকের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানতে পারা এক গভীর দুঃখের বিষয়। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং উদ্ধার অভিযানে সম্ভাব্য সকল সহযোগিতা দিতে বাংলাদেশ সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।
গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে ইন্দোনেশিয়ার সুলায়েজি দ্বীপে একটি ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সুনামি সৃষ্টি হয় এবং ১৭০ বার ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়। ২০০৪ সালের পর ইন্দোনেশিয়ায় আঘাত হানা ভূমিকম্পগুলোর মধ্যে এটি সবচেয়ে প্রলয়ংকরী।