
প্রিন্ট: ০২ মে ২০২৫, ১১:৫৩ পিএম
আরো পড়ুন
জাপানে শক্তিশালী টাইফুনের আঘাতে আহত ৮৪

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০১৮, ১২:১৫ পিএম

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ট্রামি। রবিবার পশ্চিমাঞ্চলীয় ওসাকা শহরের কাছে টাইফুন ট্রামির আঘাতে ২১৬ কিলোমিটার গতিবেগে ঝড়োহাওয়ার সাথে ভূমিধসের ঘটনা ঘটেছে। টাইফুন আঘাত হানায় স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ৮৪ জন আহত হয়েছে। এক মাসেরও কম সময় আগে ২৫ বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন আঘাত হানার পর এবার টাইফুন ট্রামি আঘাত হানল। গত সেপ্টেম্বরের শুরুতেই দেশের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় জেবি আঘাত হানে। এতে কমপক্ষে সাতজন প্রাণ হারায়।
ঘূর্ণিঝড়টি পূর্বদিকে অগ্রসর হওয়ায় অনেক ফ্লাইট ও ট্রেন সেবা বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় আঘাত হানার পর সাড়ে সাত লাখের বেশি বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
জাপানে শক্তিশালী টাইফুনের আঘাতে আহত ৮৪

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০১৮, ১২:১৫ পিএম

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ট্রামি। রবিবার পশ্চিমাঞ্চলীয় ওসাকা শহরের কাছে টাইফুন ট্রামির আঘাতে ২১৬ কিলোমিটার গতিবেগে ঝড়োহাওয়ার সাথে ভূমিধসের ঘটনা ঘটেছে। টাইফুন আঘাত হানায় স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ৮৪ জন আহত হয়েছে। এক মাসেরও কম সময় আগে ২৫ বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন আঘাত হানার পর এবার টাইফুন ট্রামি আঘাত হানল। গত সেপ্টেম্বরের শুরুতেই দেশের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় জেবি আঘাত হানে। এতে কমপক্ষে সাতজন প্রাণ হারায়।
ঘূর্ণিঝড়টি পূর্বদিকে অগ্রসর হওয়ায় অনেক ফ্লাইট ও ট্রেন সেবা বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় আঘাত হানার পর সাড়ে সাত লাখের বেশি বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।