ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৭১ বেসামরিক নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৭, ১১:১৯ এএম
সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনে অন্তত ৭১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। খবর- আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে রাজধানী বিমান হামলা চালানো হয় বলে জানায় স্থানীয়রা। এ সময় তিন শিশু ও দুই নারীসহ অন্তত ১১ জন প্রাণ হারান।
হুথি কর্মী আবদুল মালেক আল ফাদল বলেন, সানার দুটি ভবন পুরোপুরি ধ্বংস করা হয়। হুথি নেতা মোহাম্মদ আল রামির বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছিল সৌদি জোট।
তিনি বলেন, রামির গাড়িতেও বোমা হামলার চালানো হয়।
হুথি পরিচালিত টিভি চ্যানেল আল মাসিরাহ জানায়, হোদেয়াহ প্রদেশে বিমান হামলায় দুই নারীসহ অন্তত আটজন বেসামরিক মারা গেছেন।
বিদ্রোহী এই গোষ্ঠীর বার্তা সংস্থা সাবা জানায়, রবিবার ৫১টি বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ৪৮ জন বেসামরিক প্রাণ হারিয়েছেন।
তবে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। হুথি ও সালেহ জোট রাজধানী সানা দখল করলে দেশটির প্রেসিডেন্ট হাদি সৌদি আরবে নির্বাসনে যান। ২০১৫ সালের মার্চ মাসে সৌদি নেতৃত্বাধীন জোট হাদির সমর্থনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে।
