করোনায় প্রমোদতরী হচ্ছে ভাসমান হাসপাতাল

nakib
প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০৮:২৭ পিএম

প্রমোদতরী
করোনা ভাইরাসে প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে মৃতের সংখ্যা। তবে সবদেশেই এ ভাইরাসে আক্রান্তের চিকিৎসাকেন্দ্র নিয়ে রয়েছে তীব্র সংকট। তাইতো প্রমোদতরীকে ভাসমান হাসপাতাল হিসেবে ব্যবহারের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন এসব জাহাজ অনেক বড় আর আনেক কক্ষ থাকায় কোয়ারেন্টাইন করতে সহজ হবে। যদি প্রয়োজন পড়ে তবে এসব জাহাজ নিউইয়র্ক, লসএঞ্জেলেস ও সান ফ্রান্সিসকোর বন্দরে রেখে হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে। করোনা ছড়িয়ে পাড়ার পর থেকেই প্রমোদতরীর ব্যবসা পুরোপুরি বন্ধ রয়েছে। এর আগে ১৩ মার্চ থেকে সব ধরণের প্রমোদতরী চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন ট্রাাম্প।
দেশটিতে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাওয়ায় আক্রান্ত রোগীদের সেবা প্রদানে হিমশিম খাচ্ছে বিশ্বে অন্যতম পরাশক্তি এ রাষ্ট্রটি।