দুই সপ্তাহের মধ্যে করোনার ভয়াবহতা আরো বাড়বে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০৩:০১ পিএম

ছবি: ইন্টানেট।
আগামী দুই সপ্তাহের মধ্যে করোনা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন যুক্তরাজ্যে বাকিংহোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক প্রধান কারোল সিকোরা। একইসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, করোনা ভয়ঙ্কর হয়ে উঠার পরপরই আস্তে আস্তে এর ব্যাপকতা বিশ্বব্যাপী কমবে।
শনিবার (৪ এপ্রিল) সর্বশেষ খবর অনুযায়ী বিশ্বে করোনার মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ২৪৫ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, করোনায় আক্রান্ত এক ব্যক্তিই দুই বা তার বেশিজনকে করোনায় সংক্রমিত করছেন। চীন ও দক্ষিণ কোরিয়ার তথ্য বিশ্লেষণ করে সিকোরো বলছেন, করোনায় মৃতের সংখ্যা এ মাসেই নিয়ন্ত্রণেই আসবে।
এক্ষেত্রে তিনি বিশ্ববাসীকে সামাজিক দূরন্ত মেনে চলার উদাত্ত আহবান জানিয়ে বলেন, করোনায় যেসব দেশ আক্রান্ত হচ্ছে তাদের মোট জনসংখ্যার হিসাবে শতকরা বের করলে বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যাবে এবং সচেতনতামূলক ব্যবস্থা নিয়ে সকলেই উৎসাহী হতে হবে।