লকডাউন ভাঙলেন ট্রাম্পের মেয়ে-জামাতা

nakib
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ১১:১১ এএম


ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা এবং জামাতা জেরার্ড কুশনার
করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে দেশটিতে কঠোর লকডাউন জারি থাকলেও খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা এবং জামাতা জেরার্ড কুশনার বাইরে বেরিয়েছেন। ফেডারেল সরকারের অনুরোধ অমান্য করে তারা ইহুদিদের বার্ষিক উৎসব পাসওভার ট্রিপে অংশ নিতে লকডাউন ভঙ্গ করেছেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
এ প্রভাবশালী দম্পতি ওয়াশিংটন ডিসি থেকে নিউজার্সিতে নির্মিত ট্রাম্পের গলফ রিসোর্টে অবকাশ যাপনে যান। সেখানে তারা পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে পাসওভার পালন করেন। তবে সেখানে তাদের ওয়াশিংটনের বাসভবন থেকে কম সংখ্যক লোকজন ছিল বলে জানানো হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রজুড়ে করোনায় মৃত্যুর মিছিলের মধ্যেই ট্রাম্প আগামী মে মাস থেকে লকডাউন তুলে নিবেন বলে ঘোষণা দেয়ার পরেই লকডাউন অমান্য করার এমন ঘটনা ঘটলো।