সুনামিতে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ডুবে যেতে পারে!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৭:৫৬ পিএম

বোর্নিও দ্বীপ
ইন্দোনেশিয়ার সম্ভাব্য নতুন রাজধানী বোর্নিওতে ভয়াবহ সুনামির একটি ঝুঁকি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। বোর্নিও ও সুলাওসি দ্বীপপুঞ্জের মধ্যবর্তী মাকাসার প্রণালিতে একাধিক প্রাচীন ভূগর্ভস্থ ভূমিধসের ম্যাপ তৈরি করে এ তথ্য দিয়েছেন গবেষকরা।
তারা দাবি করছেন, আগের মতো কোনো ভূমিধস হলে নতুন রাজধানীর বালিকপাপন বে অঞ্চল ডুবে যাওয়ার মতো সুনামি সৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ব্রিটিশি-ইন্দোনেশিয়ার একটি গবেষক দল মকাসার সমুদ্রপৃষ্ঠে পলল ও তাদের কাঠামো বুঝতে ভূমিকম্পের তথ্য ব্যবহার করেছেন। জরিপে ১৯টি নির্দিষ্ট এলাকার কাদা, বালি ও পলি নিয়ে গবেষণা করা হয়। তাতে দেখা গেছে, ভূমিধ্বসে শত শত কিউবিক কিলোমিটার উপাদান স্থানান্তরিত হয়েছে যা সমুদ্রপৃষ্ঠে বিশাল ঢেউ সৃষ্টি করতে পারে। ভূমিধ্বসের আশঙ্কার কথা বললেও কবে নাগাদ তা ঘটতে পারে সে সম্পর্কে ধারণা দিতে পারেননি গবেষকেরা।
এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়াঢ ভূমিধ্বসের কারণে দুটি সুনামির ঘটনা ঘটেছে। তাই ২০০৪ সালের সুমাত্রার সুনামির মতো না হলেও ভূমিধ্বসে সৃষ্ট সুনামি নিয়ে সচেতনতা বাড়ছে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো গত বছর ঘোষণা দেন যে রাজধানী জাকার্তা থেকে সরিয়ে বোর্নিওতে করা হবে।