চীনের কেএন৯৫ মাস্কও ব্যবহারযোগ্য নয়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৮:০০ পিএম

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
চীন থেকে কেনা ১০ লাখ পিস কেএন৯৫ মাস্ক ব্যবহার উপযোগী নয় বলে দাবি করেছে কানাডা সরকার। এ জন্য করোনা মোকাবিলায় স্বাস্থ্যখাতে সম্মুখসারির যোদ্ধাদের মাস্কগুলো বিতরণ করা হয়নি।
কানাডা সরকারের জনস্বাস্থ্য বিভাগের মুখপাত্র এরিক মরিসসেট্টে বিষয়টি নিশ্চিত করেছন। তিনি জানিয়েছেন, স্বাস্থ্যসেবায় যারা নিয়োজিত তাদের সুরক্ষা অনুযায়ী মাস্কগুলো তৈরি হয়নি। আর এমন ১০ লাখ পিস মাস্ক আমরা চীন থেকে আমদানি করেছি। এসব মাস্ক অন্যদের জন্য কার্যকর হবে কিনা তা মূল্যায়ন করে দেখা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো’র খবরে বলা হয়েছে, চারটি ফ্লাইটে চীন থেকে গত সপ্তাহের শেষে এন৯৫ শ্বাস-প্রশ্বাসের যন্ত্র, সার্জিক্যাল মাস্ক এবং করেনা পরীক্ষার রি-এজেন্ট আনা হয়েছে। এ সপ্তাহে আরও স্বাস্থ্য সামগ্রী চীন থেকে আসবে বলে সরকার আশা করছে।
দেশটির কর্তৃপক্ষদের মতে, চীনের তৈরি কেএন৯৫ মাস্ক অনেকটা এন৯৫ মাস্ক ও ইউরোপজুড়ে ব্যবহৃত এফএফপি২ মাস্কের মতোই।
কানাডার ৭০ ভাগ পিপিই (ব্যক্তিগত সুরক্ষা উপকরণ) চীন থেকে আমদানি করা হয়। আর বাকি ৩০ শতাংশ আসে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড থেকে। দেশের এই সঙ্কটে পিপিই সরবারহ আরও বড় প্রতিবন্ধক হয়ে উঠলো।