পাকিস্তানের ৮০% মসজিদে করোনা নির্দেশনা উপেক্ষিত

nakib
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৪:৫৫ পিএম

পাকিস্তানে তারাবি আদায়ের দৃশ্য
করোনা ভাইরাসের কারণে তারাবি নামাজের সময় মসজিদে সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশনা পাকিস্তানের পাঞ্জাব শহরের ৮০ শতাংশ মসজিদেই মানা হচ্ছে না বলে উঠে এসেছে একটি জরিপে। এরআগে তারাবি নামাজ পড়ার অনুমতি প্রদানের পূর্বে সরকার ও আলেম সমাজের মধ্যে একটি চুক্তি হয়েছিল।
সরকার ও আলেমদের দ্বি-পাক্ষিক সমাঝোতা অনুযায়ি রাস্তায় এবং ফুটপাতে নামাজ না আদায়ের নির্দেশনা ছিল তাছাড়া মুসল্লিদের মধ্যে ৬ ফিট দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছিল। তাছাড়া সবাইকে বাসা থেকে ওজু করে মাস্ক পড়ে মসজিদে আসতে বলা হয়েছিল।
১৫টি শহরের ১৯৪ টি মসজিদের সরকারি এসব নিধেশনা অমান্য করার ছবি পাওয়া যায়। ৪০ জন পর্যবেক্ষক প্রতিজন ৪/৫ টি মসজিদে সরেজমিনে অবস্থা পর্যবেক্ষণ করেন। জরিপে দেখা যায় ৯৬% মুসল্লি রাস্তায়ও নামাজ পড়েন। তাছাড়া ৮৯% মুসল্লি মাস্ক ব্যবহার করেনি বলে জরিপে ওঠে আসে। অন্যদিকে ৭২ থেকে ৬৯ শতাংশ মসজিদে সামাজিক দূরত্ব মানা হয়নি।