করোনার সুযোগে উজার হচ্ছে অ্যামাজন!

nakib
প্রকাশ: ০৯ মে ২০২০, ১২:২৯ পিএম

উজার হচ্ছে অ্যামাজন
করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় সারা বিশ্বের নজর এখন করোনা মোকাবেলায়। আর এ সুযোগে ব্রাজিলের অ্যামাজনের রেনফরেস্ট বন উজার করে ফেলা হচ্ছে। ফলে পরিবেশে গত বছরের মতো রেকর্ড সৃষ্টি করা বিপর্যয় নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বছরের প্রথম ৪ মাসে ব্রাজিলে বন উজারের রেকর্ড সৃষ্টি হয়েছে। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে নতুন এক রিপোর্টে এ তথ্য তুলে ধরেছে দেশটির জাতিয় স্পেস গবেষণা প্রতিষ্ঠান। রিপোর্টে বলা হয় জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দেশটিতে উজার করা হয়েছে ১ হাজার ২০২ বর্গকিলোমিটার বনাঞ্চল। যা গত বছরের একই সময়ের চেয়ে ৫৫% বেশি বন উজারের ঘটনা। ২০১৫ সালের পর মাসিক হিসেবে সবচেয়ে বেশি বন উজারের রেকর্ড।
বন উজারের এসব তথ্য দেশটির উগ্রডানপন্থি প্রেসিডেন্ট জাইর বুলসোনারুর পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি বন উজার করে কৃষিউৎপাদনের কথা বলে বিশ্বের সবচেয়ে বড় এ রেনফরেস্ট উজারের পক্ষে কথা বলেন।