
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ১১:৪০ এএম
আরো পড়ুন
উৎসভূমি উহানে ফের করোনা শনাক্ত!

nakib
প্রকাশ: ১৯ মে ২০২০, ১১:২৫ এএম
করোনা ভাইরসের উৎপত্তিস্থল চীনের উহানে আবারও করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। সোমবার (১৮ মে) দেশটিতে নতুন করে ৬ করোনা শনাক্ত হয়েছে যাদের মধ্যে একজন উহানের বাসিন্দাও রয়েছে। এখন দেশটিকে করোনা মুক্ত ঘোষণা করার পর নতুন করে আবারও করোনা শনাক্ত হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে।
এর আগের দিন (১৭ মে) দেশটিতে আরও ৭ জন করোনা শনাক্ত হয়েছিল। আক্রান্তদের ৩ জন দেশটির ভিতর থেকে সংক্রমিত হয়েছে এবং ২ জন সীমান্তবর্তী জিলিন প্রদেশে থেকে শনাক্ত হয়েছে। প্রদেশটিতে এখন পর্যন্ত ৫ জন নতুন করে শনাক্ত হওয়া পর আবার সাময়িক লকডাউন ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ভাইরাসটির উৎপত্তিস্থল উহানে নতুন করে ১ জন শনাক্ত হওয়ায় দেশটিতে এখন পর্যন্ত ৮২ হাজার ৯৬০ জন শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৬৩৪ জন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
করোনা ভাইরসের উৎপত্তিস্থল চীনের উহানে আবারও করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। সোমবার (১৮ মে) দেশটিতে নতুন করে ৬ করোনা শনাক্ত হয়েছে যাদের মধ্যে একজন উহানের বাসিন্দাও রয়েছে। এখন দেশটিকে করোনা মুক্ত ঘোষণা করার পর নতুন করে আবারও করোনা শনাক্ত হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে।
এর আগের দিন (১৭ মে) দেশটিতে আরও ৭ জন করোনা শনাক্ত হয়েছিল। আক্রান্তদের ৩ জন দেশটির ভিতর থেকে সংক্রমিত হয়েছে এবং ২ জন সীমান্তবর্তী জিলিন প্রদেশে থেকে শনাক্ত হয়েছে। প্রদেশটিতে এখন পর্যন্ত ৫ জন নতুন করে শনাক্ত হওয়া পর আবার সাময়িক লকডাউন ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ভাইরাসটির উৎপত্তিস্থল উহানে নতুন করে ১ জন শনাক্ত হওয়ায় দেশটিতে এখন পর্যন্ত ৮২ হাজার ৯৬০ জন শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৬৩৪ জন।