করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে কেজরিওয়াল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুন ২০২০, ০৬:৫১ পিএম
জ্বর ও গলা ব্যথাসহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেলফ আইসোলেশনে রয়েছেন। মঙ্গলবার (৯ জুন) তাঁর করোনা পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।
জানা যায়, রবিবার (৭ জুন) বিকেল থেকে জ্বর-কাশির উপসর্গ নিয়ে ডাক্তারের পরামর্শে আইসোলেশনে আছেন কেজরিওয়াল। করোনা পরীক্ষার জন্য একদিন আগে তাঁকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার।
রাঘব চাদ বলেন, তিনি জ্বরে ভুগছেন এবং তাঁর গলায় ব্যথা হয়েছে, যা কোভিডের লক্ষণ হিসাবে দেখা দেয়। তাই ডাক্তাররা তাকে আগামীকাল একটি পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। দিল্লিকে ভাইরাসের সংক্রমণ মুক্ত করার লড়াইয়ে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলেছেন। কেজরিওয়ালের ডায়াবেটিস রয়েছে, যা উদ্বেগকে আরো বাড়িয়ে তুলেছে। আমরা সকলেই চিন্তিত, তিনি খুব ভাল ভাবে ফিরে আসবেন।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৬১১ জনে। মৃত্যু হয়েছে ৭ হাজারেরও বেশি মানুষের। বিশ্বে করোনাভাইরাস শনাক্তের দিক থেকে ভারত এখন স্পেনকে টপকে পাঁচ নম্বর স্থানে রয়েছে।