পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

nakib
প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ০৮:৪১ পিএম

পাকিস্তানী পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী নিজেই তার করোনা ধরা পড়েছে বলে জানিয়েছেন। শুক্রবার (৩ জুলাই) এক টুইট বার্তায় করোনা পজিটিভ আসলেও নিজে ‘শক্ত ও সুস্থ’ আছেন বলে জানান তিনি।
তিনি জানান হালকা জ্বর আসার পর তিনি বাসায় তাৎক্ষণিক হোম কোয়েরেন্টিনে চলে যান। তিনি বাসায় থেকে নিজের কাজ করছেন বলে জানিয়ে নিজের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এ রাজনৈতিক নেতা। পাকিস্তানে ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ক্ষমতাসীন পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা আক্রান্ত হয়েছেন।
দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৩০০ মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। এখন পর্যন্ত ৪ হাজার ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
