করোনায় বিপর্যস্ত মার্কিন সেনাদের বেসক্যাম্প

nakib
প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ০৫:৫৬ পিএম

সেনা বেসক্যাম্প
জাপানে যুক্তরাষ্ট্রের সেনা ক্যাম্পে ১০০ জনের বেশি সেনাসদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ক্যাম্পে ভার্চুয়াল লকডাউন শুরু হয়েছে। ওকিনাওয়া ক্যাম্পে লকডাউনের ফলে সেখানে অবস্থান করা ১০ হাজার মার্কিন সেনা বাইরে কোথাও যেতে পারবে না। বিশেষ প্রয়োজনে কর্ণেল পদমর্যাদার অফিসারের অনুমতি নিয়ে বাইরে যেতে পারবেন।
/arc-anglerfish-arc2-prod-mco.s3.amazonaws.com/public/FZHFPJH3J5AT5A4WAF5F643CFM.jpg)
প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রধান বিমান বেস ক্যাম্পে লকডাউনের ফলে আকাশ পথের শক্তিতে কিছুটা ভাটা পড়বে বলে মনে করা হচ্ছে। করোনা সংক্রমনের পর প্রথমবারেরমতো এ ক্যাম্পে করোনা হানা দিয়েছে। পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা থাকার পরও সেনা মাধ্যমে করোনা ছড়িয়ে পড়ায় হতাশা ব্যক্ত করেছেন শহর কর্তৃপক্ষ। দ্বিপটিতে মাত্র ১৪৫ জন আক্রন্ত হয়েছিলেন এবং ৭ জনের মৃত্যু হয়েছিল।
এর আগে দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের দুটি রণতরী মোতায়েন করা হয়েছে। যেখানে ১২ হাজার সৈন্য কর্মরত রয়েছেন। সেখানেও করোনা ঝুঁকি মোকাবেলায় সব ধরণের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। প্যাসিফিক অঞ্চলে ১৮ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। করোনা সংক্রমনের আতঙ্কে সকল বেস ক্যাম্পগুলোতে একধরণের স্থবিরতা নেমে এসেছে।