করোনায় খাদ্য সংকটে পড়বে ১৩ কোটির বেশি মানুষ

nakib
প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ০৩:৪২ পিএম

খাবারের জন্যে অপেক্ষায় রয়েছে ভারতের কর্মহীন মানুষ
করোনা ভাইরাসের প্রভাবে এ বছরের শেষের দিকে ১৩ কোটির বেশি মানুষ নতুন করে খাদ্য সংকটে পড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সোমবার সংস্থাটির প্রকাশিত একটি রিপোর্টে এ তথ্য প্রকাশ করে সংকট মোকাবেলা করতে মানুষকে খাদ্য সহায়তা প্রদান করতে প্রয়োজনীয় পলিসি ঠিক করতে বলা হয়।
জাতিসংঘের ২০২০ সালের খাদ্য নিরাপত্তা রিপোর্টের তথ্যমতে গত বছর প্রায় ২ কোটি মানুষ খাদ্য সংকটে ছিল যাদের মধ্যে ৭৪ কোটির বেশি মানুষ চরম খাদ্য সংকটের মুখে ছিলেন। প্রতিনিয়ত খাদ্য সংকট তীব্র হচ্ছে বলে জানানো হয়। সংস্থাটির ২০৩০ সালেল খাদ্য নিরাপত্তার লক্ষ্যমাত্রা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
[caption id="" align="alignnone" width="4826"]
আফ্রিকার শিশুরা খাবারের জন্য অপেক্ষা করছে[/caption]
বিশ্বের অধিকাংশ দরিদ্র মানুষ প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খেতে ১.৯০ ডলার ব্যয় করতে পারে না বলে জানায় জাতিসংঘ। গত কয়েক দশকে ক্ষুদার্ত মানুষের সংখ্যা কমতে থাকলেও করোনার আগেই ২০১৪ সালের পর থেকে তা বাড়তেছিল। আফ্রিকাতে খাদ্য সংকটের প্রবণতা বেশি থাকলেও সম্প্রতি লাতিক আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে ২০১৪ সালে ক্ষুধার্তের হার ২২.৯ শতাংশ থেকে ২০১৯ সালে ৩১.৭ শতাংশে এসে পৌছেছে।
এখন করোনার প্রভাবে বেকারত্ব ও কর্মহীন মানুষের সংস্থার বাড়ার সাথে সাথে খাদ্য সংকট আরো ঘনিভূত হচ্ছে। ফলে সরকারগুলো এখনই পরিকল্পিত পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সামনে সামজিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
