
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৯:৪৫ এএম
আরো পড়ুন
লেবাননে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ১৫৭

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০৯:২৪ এএম
লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৫৭ জনে। আহত পাঁচ হাজারের বেশি। এ ঘটনায় ১৮টি বন্দরের ১৬ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এদিকে দেশটির সরকারের পদত্যাগ দাবি করে, পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করেছেন অনেকে। বিক্ষোভকারীদের উপর পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। সেসময় আহত হন বেশ কয়েকজন।
ঘটনাস্থল পরিদর্শনকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, দেশটিতে একমাসের মধ্যে বিদ্যুৎ, ব্যাংকিং এবং শুল্ক খাতের সংস্কার করা দরকার।
বিস্ফোরণের এ ঘটনার পরই দেশটিতে একদিনে সর্বোচ্চ ২৫৫ জন, করোনা আক্রান্ত রোগী সনাক্ত হলো।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
লেবাননে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ১৫৭

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০৯:২৪ এএম
লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৫৭ জনে। আহত পাঁচ হাজারের বেশি। এ ঘটনায় ১৮টি বন্দরের ১৬ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এদিকে দেশটির সরকারের পদত্যাগ দাবি করে, পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করেছেন অনেকে। বিক্ষোভকারীদের উপর পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। সেসময় আহত হন বেশ কয়েকজন।
ঘটনাস্থল পরিদর্শনকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, দেশটিতে একমাসের মধ্যে বিদ্যুৎ, ব্যাংকিং এবং শুল্ক খাতের সংস্কার করা দরকার।
বিস্ফোরণের এ ঘটনার পরই দেশটিতে একদিনে সর্বোচ্চ ২৫৫ জন, করোনা আক্রান্ত রোগী সনাক্ত হলো।