×

আন্তর্জাতিক

সন্ত্রাসী হামলায় ইকুয়েডরে নিহত অন্তত ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১০:১৫ পিএম

সন্ত্রাসী হামলায় ইকুয়েডরে নিহত অন্তত ১০

ছবি: দি জার্কাতা পোষ্ট

   

সিরিজ সন্ত্রাসী হামলায় ইকুয়েডর জুড়ে বিরাজ করছে ব্যাপক অস্থিরতা। সন্ত্রাসী হামলায় ইতোমধ্যে দেশটিতে নিহত হয়েছে অন্তত ১০ জন। এমন পরিস্থিতিকে দেশটির নতুন প্রেসিডেন্ট 'অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত' হিসেবে উল্লেখ করেছেন। খবর আল জাজিরার। 

সম্প্রতি ইকুয়েডরের এক মাদক মাফিয়া জেল থেকে পালিয়েছে। এ ঘটনায় গত সোমবারই সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া দেশব্যাপী ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি রাতে কারফিউ জারি করা হয়েছে। এ ঘোষণার পর দেশটির বিভিন্ন প্রান্তে হামলার ঘটনা ঘটছে।

আল-জাজিরা বলছে, দেশটির সবচেয়ে বড় মাদক মাফিয়া জোস অ্যাডলফো মাসিয়াস সম্প্রতি জেল ছেড়ে পালিয়ে যায়। মাসিয়াস দেশটির বন্দরনগরী গুয়াকিলের এক আঞ্চলিক জেলে ৩৪ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। 

দেশটির পুলিশ মঙ্গলবার বলেছে, গুয়াকিলের হামলায় অন্তত আটজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছে। সন্ত্রাসীরা নোবল শহরের কাছে দুইজন পুলিশ কর্মকর্তাকেও হত্যা করেছে। 

এছাড়াও সন্ত্রাসীরা অন্তত সাতজন পুলিশ কর্মকর্তাকে অপহরণ করেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে সেখানে দেখা যাচ্ছে, তিন জন পুলিশ কর্মকর্তা মেঝেতে বসে আছেন এবং তাদের দিকে বন্দুক তাক করে রাখা হয়েছে। এদের একজনকে জোরপূর্বক একটি বিবৃতি পড়ানো হচ্ছে। 

ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘যুদ্ধ ঘোষণা করলে যুদ্ধই ফেরত পেতে হয়।’ শুধু তাই নয় আরও বলা হয়েছে, ‘জরুরি অবস্থা ঘোষণা করলে তার ফল ভোগ করতে হবে পুলিশ ও বেসামরিকদের।’

আল-জাজিরার প্রতিবেদনে আরো বলা হয়েছে, দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে আটটি প্রদেশে এখন পর্যন্ত অন্তত ২৩টি হামলার ঘটনা ঘটেছে। এসবের মধ্যে গাড়িতে বোমা হামলার মতো ঘটনাও আছে। পুলিশের অনেক গাড়িও পুড়িয়ে ফেলা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App