যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রস্তাব নেতানিয়াহুর প্রত্যাখ্যান

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৭ পিএম

ছবি: ইন্টারনেট
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্ত প্রত্যাখ্যান করে বলেছেন, কয়েক মাসের মধ্যে গাজায় সম্পূর্ণ বিজয় সম্ভব।
ইসরায়েল সমর্থিত একটি যুদ্ধবিরতি প্রস্তাবের জবাবে হামাস বেশ কয়েকটি দাবিসহ সাড়ে চার মাস স্থায়ী একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, বুধবার এক সংবাদ সম্মেলনে তা নিয়ে কথা বলার সময় নেতানিয়াহু হামাসের প্রস্তাবকে ‘বিভ্রান্তিকর’ বলে বর্ণনা করেন।
হামাসের প্রস্তাবগুলোকে ‘উদ্ভট’ আখ্যায়িত করে নেতানিয়াহু বলেন, গাজার এ শাসক গোষ্ঠীটির (হামাস) সঙ্গে আলোচনা এগোচ্ছে না।
আরো পড়ুন: এবার ইসরায়েলকে সৌদি আরবের হুশিয়ারি
তবে যুদ্ধবিরতি নিয়ে কোনো একটি চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা আলোচনা চালিয়ে যাচ্ছেন।
ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাবের জবাবে হামাস আরো কিছু শর্ত যুক্ত করে পেশ করার পর তিনি এ কথা বলেন। খবর বিবিসির।
হামাসের পাল্টা প্রস্তাবে ইসরায়েল প্রতিক্রিয়া দেখাবে এটা প্রত্যাশিতই ছিল, কিন্তু নেতানিয়াহু যা বলেছেন তা সরাসরি তিরস্কার। হামাসের শর্তে যুদ্ধ শেষ করার প্রচেষ্টাকে ইসরায়েলি কর্মকর্তারা একেবারে অগ্রহণযোগ্য হিসেবে দেখছেন।
হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে বলেছেন, নেতানিয়াহুর মন্তব্যগুলো ‘এক ধরনের রাজনৈতিক বাহাদুরি’ আর তিনি যে এই অঞ্চলে সংঘাত চালিয়ে যেতে চান, তা দেখিয়েছে।
আরো পড়ুন: পাকিস্তানে ভোট শুরু, মোবাইল পরিষেবা বন্ধ
মিশরীয় এক সরকারি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, মিশর ও কাতারের মধ্যস্থতায় বৃহস্পতিবার কায়রোতে যুদ্ধবিরতির প্রস্তাবগুলো নিয়ে নতুন পর্বের আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে।
হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্স নিউজ এজেন্সিকে বলেছেন, নেতানিয়াহুর মন্তব্য ‘রাজনৈতিক সাহসিকতার একটি রূপ’ এবং দেখায় যে তিনি এই অঞ্চলে সংঘাত চালিয়ে যেতে চান।
একটি মিশরীয় সরকারী সূত্র বিবিসিকে জানিয়েছে, মিশর এবং কাতারের মধ্যস্থতায় একটি নতুন দফা আলোচনা এখনও বৃহস্পতিবার কায়রোতে এগিয়ে যাওয়ার আশা করা হচ্ছে।
মিশর সব পক্ষকে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় নমনীয়তা দেখানোর আহ্বান জানিয়েছে।