গ্রিসে বন্দুক হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩২ পিএম

গ্রিসে রাজধানী এথেন্সের একটি জাহাজ কোম্পানির কার্যালয়ে সাবেক কর্মীর পরিচয়ে এক ব্যক্তি গুলি করে ৩ জনকে হত্যা করেছে। পরে সে নিজেও আত্মহত্যা করে।
বন্দুকধারী ওই ব্যক্তির গুলিতে এক নারী ও দুই পুরুষ নিহত হয়েছে। পরে বন্দুকধারী নিজেও গুলি করে আত্মহত্যা করেন। একটি রাইফেলের পাশে ওই ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। বন্দুকধারী ওই ব্যক্তি জাহাজ কোম্পানির সাবেক কর্মী এবং তাকে সম্প্রতিই বরখাস্ত করা হয়েছিলো। নিহতদের মধ্যে আছেন ইউরোপীয়ান প্রোডাক্ট ক্যারিয়ারস কোম্পানির মালিকও। খবর বিবিসির।
প্রতিবেদনটিতে বলা হয়, এথেন্সের প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে গ্লাইফাদায় এই গুলির ঘটনা ঘটে। প্রথমদিকে হামলাকারী ওই কার্যালয়ে ঢুকে সেখানকার লোকজনকে জিম্মি করে। তারপর দুই পুরুষ ও এক নারীকে হত্যা করে।
পুলিশ এই ঘটনায় কয়েক ঘণ্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে বন্দুকধারী ব্যক্তি নিজের উপর গুলি চালিয়ে আত্মহত্যা করে। এই ব্যক্তির বয়স ৭০ বছর এবং তিনি মিশরের নাগরিক ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।