নাভালনির লাশকেও জিম্মি করেছে পুতিন: ইউলিয়া

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৬ পিএম

ছবি: সংগৃহীত
রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায় বলেছেন, তার স্বামীর লাশের উপরও নির্যাতন করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউটিউবে পোস্ট করা ৬ মিনিটের একটি ভিডিওতে ইউলিয়া প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে তার স্বামীর লাশ জিম্মি করে রাখার অভিযোগ করেন। খ্রিস্টান বিশ্বাসের দাবি করে আসা পুতিনের এই ধর্মবিশ্বাস নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
রুশ কর্তৃপক্ষ শুক্রবার প্রকাশ্যে নাভালনির অন্ত্যেষ্টিক্রিয়া না করেই লাশ দাফন করার প্রস্তাব মেনে নিতে বিরোধীদলীয় এই নেতার মাকে ৩ ঘণ্টা সময় বেঁধে দেয়। তিনি রাজি না হওয়া পর্যন্ত মর্গ থেকে লাশ বের করতে অস্বীকৃতি জানিয়েছে তদন্তকারীরা।
নাভালনির মা বলেন, কর্মকর্তারা তাকে বলছেন যে লাশ গোপনে দাফনের শর্তে তার রাজি হয়ে যাওয়া উচিত। কারণ লাশ এরই মধ্যে গলতে শুরু করেছে। নাভালনির সহযোগীরা বলছেন, বেঁধে দেয়া শর্তে পরিবার রাজি না হলে নাভালনির মরদেহ আর্কটিক সার্কেল পেনাল কলোনিতেই সমাহিত করা হবে বলে হুমকি দিয়েছে কর্তৃপক্ষ।
এমন পরিস্থিতিতে নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে বলেন, ‘আমার স্বামীর মরদেহ আমাদের কাছে ফিরিয়ে দিন। আমরা অন্ত্যেষ্টিক্রিয়া করতে চাই। তাকে অর্থোডক্স খ্রিস্টান পদ্ধতিতে মানবিকভাবে মাটিতে সমাহিত করতে চাই।’
অভিযোগ করে ইউলিয়া বলেন, ‘আমরা জানতাম যে, পুতিনের ধর্মবিশ্বাস ভুয়া। আর এখন সেটি আগের যে কোনও সময়ের চেয়ে অনেক বেশি স্পষ্ট। সত্যিকারের কোনও খ্রিস্টান কখনও এমন করতে পারতেন না, যা পুতিন এখন করছেন অ্যালেক্সি নাভালনির দেহ নিয়ে।’
গত ১৬ ফেব্রুয়ারিতে পুতিনের এই কট্টর সমালোচকের মৃত্যুর খবর জানায় কারা কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, হেঁটে আসার পর হঠাৎই অচেতন হয়ে পড়েছিলেন নাভালনি, এরপর আর তার জ্ঞান ফেরেনি। নাভালনির স্ত্রীর দাবি, পুতিনের নির্দেশেই তার স্বামীকে হত্যা করা হয়েছে।