স্পেনের রাজপথে কৃষকদের বিশাল বিক্ষোভ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২০ পিএম

ছবি: ইন্টারনেট
স্পেনের রাজধানী মাদ্রিতে সোমবার (২৬ ফেব্রুয়ারি) অন্তত ৫০০০ কৃষক ১০০টি ট্রাক্টর বিক্ষোভ মিছিল করেছেন।
মাদ্রিদে গত সপ্তাহে কৃষকদের ব্যাপক বিক্ষোভের পর নরকার দেশটির তিনটি প্রধান কৃষি ট্রেড ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দেয় দেশটির সরকার।
এরই মধ্যে সোমবার বিক্ষোভকারীরা মাদ্রিদে ইউরোপীয় কমিশনের কার্যালয় ঘেরাও করে নতুন করে বিক্ষোভ শুরু করে। খবর আনাদোলুর।
আরো পড়ুন: মার্কিন সেই সেনার মৃত্যুতে বাইডেন প্রশাসন দায়ী: হামাস
ইউরোপীয় ইউনিয়নের নেতারা কৃষকদের টার্গেট আসে যখন ইইউর কৃষিমন্ত্রীরা ব্রাসেলসে মিলিত হন একটি সাধারণ কৃষিনীতি (সিএপি) প্রণয়নের উপায় বের করার জন্য।
কৃষকদের ট্রেড ইউনিয়নের প্রধান মিগুয়েল প্যাডিলা বলেন, ইইউকে তার কৃষিনীতিতে ১৮০-ডিগ্রী পরিবর্তন আনতে হবে।
এদিকে, ব্রাসেলসে কৃষকরা একটি প্রতিবাদের সময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ। ইইউর বৈঠকের আগে, স্প্যানিশ কৃষিমন্ত্রী লুইস প্লানাস বলেছিলেন, রাজনীতিবিদদের সিস্টেমটি সংস্কার করার একটি সুযোগ ছিল।