×

আন্তর্জাতিক

মস্কোয় কনসার্ট হলে হামলায় নিহত বেড়ে ৯৩, আটক ১১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০৫:১৯ পিএম

মস্কোয় কনসার্ট হলে হামলায় নিহত বেড়ে ৯৩, আটক ১১

ছবি: সংগৃহীত

   

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ জন। দেশটির কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটিকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।  

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১১ জনকে আটক করেছে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি। ক্রেমলিন সূত্রের বরাতে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন সরাসরি হামলার সঙ্গে জড়িত। খবর- বিবিসি

ইন্টারফ্যাক্স বলছে, হামলায় জড়িত থাকার অভিযোগে অন্য সন্দেহভাজনদেরও আটকের চেষ্টা চলছে। হামলার বিষয়টি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা প্রধান। 

এফএসবি ফেডারেল সিকিউরিটি সার্ভিসের মতে, হামলায় ক্রোকাস সিটি হলে আরো ১৪০ জনেরও বেশি আহত হয়েছে। 

এদিকে রাশিয়ার চির প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র যুক্তরাষ্ট্র বলছে, ইসলামিক স্টেটের একটি সহযোগী গোষ্ঠী এ হামলার পেছনে জড়িত থাকতে পারে। ইতোমধ্যেই এই হামলার দায় নিয়েছে আইএসআইএস-কে। তারা ইসলামিক স্টেট বা আইএসের একটি অঙ্গ সংগঠন। তবে রাশিয়া এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

হোয়াইট হাউস বলছে, তারা পরিস্থিতি সম্পর্কে আরো জানতে কাজ করছে। অন্যদিকে রাশিয়ার আগ্রাসনের শিকার ইউক্রেন এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

স্থানীয় সময় শুক্রবার (২৩ মার্চ) সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে এ হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলের একটি ভিডিওতে কনসার্টে আসা লোকজনদের আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে দেখা গেছে। 

এর আগে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছিলো, এ হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App