ইউক্রেনের জ্বালানি ও বিমানঘাঁটিতে রাশিয়ার হামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০১:৩০ পিএম

ছবি: সংগৃহীত
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের জ্বালানি ও বিমানঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেনে গত বৃহস্পতিবার রাতে দেশটির জ্বালানি ও বিমানঘাঁটিতে দূর পাল্লার কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক অস্ত্রের সাহায্যে এ হামলা চালায় রাশিয়া।
শুক্রবার (২৯ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর তাসের।
আরো পড়ুন: যুদ্ধের জন্য প্রস্তুত নয় ইউরোপ: পোল্যান্ড প্রধানমন্ত্রী
মন্ত্রণালয় থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাতে রাশিয়ান সশস্ত্র বাহিনী স্বয়ংক্রিয় ড্রোনের সাহায্যে কিনঝাল অ্যারো-ব্যালিস্টিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ আকাশ, জল ও স্থল-ভিত্তিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। স্বয়ংক্রিয় ড্রোনগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
বিবৃতিতে রুশ মন্ত্রণালয় আরো জানায়, বিগত কয়েকদিনে রুশ বাহিনী কুপিয়ানস্ক এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীর চারটি হামলা প্রতিহত করেছে এবং তাদের ৩০ সেনাকে হত্যা করেছে। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে রাশিয়া ইউক্রেনীয় সেনাবাহিনীর পোলিশ-নির্মিত একটি স্বয়ংক্রিয় আর্টিলারি সিস্টেম, একটি স্বয়ংক্রিয় আকাতসিয়া আর্টিলারি বন্দুক, একটি স্বয়ংক্রিয় গিয়াটসিন্ট-এস বন্দুক, একটি ডি-২০ হাউইৎজার এবং একটি গভোজডিকা মোটরচালিত আর্টিলারি সিস্টেম ধ্বংস করেছে।